আলিদুস্তিকে মুক্তি দিয়েছে ইরান। সরকার বিরোধী বিক্ষোভে দমন-পীড়নের বিরুদ্ধে কঠোর সমালোচনা করায় তাকে কারাগারে পাঠানোর প্রায় তিন সপ্তাহ পর মুক্তি দেওয়া হলো। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, ৪ জানুয়ারি (বুধবার) ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী জামিনে মুক্তি পেয়েছেন। তার মা নাদেরে হাকিমেলাহি ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে আগেই জানিয়েছিলেন, আলিদুস্তিকে মুক্তি দেওয়া হবে। এদিকে বুধবার তেহরানের কুখ্যাত এভিন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর, আলিদুস্তি বন্ধুদের সাথে ফুল হাতে ছবি তুলেছেন। তার মামলা সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানানো সেলেব্রিটিদের মধ্যে আলিদুস্তি একজন ছিলেন। তিনি ভিন্নমতের ওপর কর্তৃপক্ষের হিংসাত্মক কড়াকড়ির সমালোচনা করেছিলেন। তিনি ইনস্টাগ্রামে বিক্ষোভের সমর্থনে কমপক্ষে তিনটি বার্তা পোস্ট করেছিলেন।
প্রসঙ্গত, আসগর ফারহাদি পরিচালিত ২০১৬ সালের অস্কার বিজয়ী চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’ এ অভিনয় করেছিলেন তারানেহ আলিদুস্তি। উল্লেখ্য, গত বছরের ১৬ সেপ্টেম্বর মাহসা আমিনি নামের ২২ বছর বয়সী এক কুর্দি তরুণী পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর বিক্ষোভে ফেটে পড়েন ইরানিরা। হিজাববিরোধী এই বিক্ষোভটি বর্তমানে সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। চলমান এই বিক্ষোভে ৫ শতাধিক নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।