আমিনুর ইসলাম, ঢাকাঃ
১২ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করছেন ধর্মপ্রাণ মুসলামানরা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবসে ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন তারা। ৫শ৭০ খৃষ্টাব্দের এই দিনে পবিত্র মক্কা ভূমিতে মা আমেনার কোল আলো করে এসেছিলেন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাব-গম্বীর পরিবেশে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন হচ্ছে দিনটি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে আলাদা বানী দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের ১৫ দিনের অনুষ্ঠানমালা চলছে। মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এ কর্মসূচি উদ্বোধন করেন ধর্মপ্রতিমন্ত্রী মোহাম্মদ ফুরদুল হক খান। সুপ্রিম কোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটির দুদিনের কর্মসূচী উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।