যেখানেই বাঙালি সেখানেই বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি। আর সেই সংস্কৃতির অনিবার্য অংশ দেশি সংস্কৃতি, জনগণের অনুভূতি, আচার-অনুষ্ঠান।আমরা যাঁরা প্রবাসী তাঁরা প্রায় সবাই বাঙালিপনার মধ্যে খুঁজে পাই এক অবর্ণনীয় সুখানুভূতি। বিদেশের মাটিতে বেড়ে উঠছে আমাদের বর্তমান ও নতুন প্রজন্ম। আমাদের চেষ্টা থাকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে তাদের সম্পৃক্ত রাখা এই অভিপ্রায়ে আরব আমিরাতে মিউজিক ভিশনের এক অনন্য প্রয়াস।
মিউজিক ভিশনের উদ্যোগে গত ৩০ ই জানুয়ারি রবিবার আজমানের এক ফার্ম হাউজে হয়ে গেল দেশের ঐতিহ্য বাহী পিঠা উৎসব মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শবনম আক্তাররের নেতৃত্বে সামিয়া ও আহমেদ ইকতিয়ার আলম পাবেল এর উপস্থাপনা জম কালো অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি দুবাই কনসাল মান্যবর বি এম জামাল হোসেন. বিশেষ অতিথি মোহাম্মদ ফরিদ আহমেদ. আলহাজ ইয়াকুব সৈনিক. মিসেস আবেদা হোসেন. ফাতেমা জাহান. ইয়াসমিন ইসলাম মেরূনা রবীন্দ্র সঙ্গীত শিল্পী. ফাহমিদা চৌধুরী মিসেস ফায়সাল. আইয়ুব আলী. ইব্রাহিম উসমান আফলাতোন. আবু জাফর. শফিকুল ইসলাম. মীর সাইফুদদিন আহমেদ নাছির উদ্দিন কাউছার. মোহাম্মদ সবুজ হাসান. করিমুল হক. ইসমাইল গনি চৌধুরী. বিপাশা সেন. আবদুল ওহাব খান. আব্দুর রফিক. শাহানা পারভিন. লিজা রেদো়য়ান. কাজী সালাউদ্দিন. সারোয়ার জাবেদ. আলমা আকবার. সদরূদদিন জামাল. সিকদার মোহাম্মদ সাফাইয়াত উল্লাহ. সেলিনা. সালমা সহ কমিউনিটির আরো অনেকে। মিডিয়া পার্টনার সময় টিভি. আর টিভি. এখানে নারী উদ্যোক্তাদের মেলা। পিঠা প্রতিযোগিতা ।পিঠা প্রতিযোগিতা প্রথম হয়েছেন সাফিনা। পিঠা প্রতিযোগিতা অংশগ্রহণকারী ১৬জন কে পুরস্কার হাতে তুলে দিয়েছেন প্রান গ্রুপ অফ কম্পানি. শব্দ চারন প্রতিযোগিতা এতে বিজয়ী হয়েছে তিন জন তারা হচ্ছে মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন. মোহাম্মদ ফরিদ আহমেদ. ফাতেমা জাহান।বিপাশা সেন.
নৃত্য তে ছিল আরূনী সেন. শানভিকা. কবিতায় ছিলেন বিজিত সেন। একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সকলের পক্ষ থেকে আয়োজক শবনম আক্তার এর প্রতি আগত অতিথিবৃন্দরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুপুরে প্রীতিভোজ বিকালে নাস্তা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে জমকালো অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে!