রাউজান গহিরা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (রহ:)’র ৭১তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত
[মোহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী]
এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন রাউজান গহিরা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, অলিয়ে কামেল, মুফতিয়ে আযম শাহছুফি আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (রহ:)’র ৭১তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
১৭ই মার্চ’ বৃহস্পতিবার মুফতি আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (রহঃ) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঈছাপুরস্থ উত্তর মেখল বায়তুল লেক্বা জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (রহঃ) ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ মোজাহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মোহাম্মদ জুননুরাইন এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম,
বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামসোদ্দোহা চৌধুরী, ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া বহুমুখী কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ শাহজাদা আল্লামা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন। হাফেজ মাওলানা এরফান উদ্দিন এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আল্লামা মুহাম্মদ জসিম উদ্দিন আল আযহারী, বিশেষ বক্তা ছিলেন গহিরা আলিয়া মাদ্রাসার মোহাদ্দিছ আল্লামা মুফতী ইব্রাহিম হানাফী, উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি সৈয়দ মোহাম্মদ হাসান মুরাদ কাদেরী। এতে আরো বক্তব্য রাখেন আল্লামা মুহাম্মদ ইউনুচ রেজভী, মাওলানা মোহাম্মদ ইয়াছিন মাদানী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা সৈয়দ ফারুক আহমেদ মুনিরী, মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ নুরুচ্ছপা, মাওলানা আবুল হোসাইন, মাওলানা সিরাজুল ইসলাম রেজভী,মাওলানা আব্দুল হাই, মাওলানা একরামুল হক, মাওলানা লোকমান হাকিম, মাওলানা আলী হায়দার। এছাড়াও ওরশ উপলক্ষে সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গনে পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান এবং পরিশেষে রাত ১১টায় আখেরি মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে ওরশ সমাপ্তি হয়।