ষ্টাফ রিপোর্টারঃ
দক্ষিণ চট্টগ্রামে পটিয়া থানার অন্তর্গত আশিয়া ইউনিয়নের মধ্যম আশিয়া উম্মত আলী চৌধুরীর বাড়ীতে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি পরিবার সর্বশান্ত হয়ে মানবেতর জীবনযাপন করতেছে। ইতিমধ্যে অনেকে সাহায্যের হাত বাড়িয়েছেন যা ক্ষতিগ্রস্ত দের তুলনায় অপ্রতুল। তাই অসহায় দের পাশে এবার দাঁড়িয়েছে আশিয়া ১০দিন ব্যাপি মাহফিলে শোহদায়ে পরিচালনা পরিষদ। অত্র পরিষদ ক্ষতিগ্রস্ত ১১ টি পরিবারের মাঝে সাধ্যমত নগদ অর্থ প্রদান করেন এবং যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের কে মুবারকবাদ জানিয়েছেন ও অন্যান্য বিত্তশালী দের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন ১০ দিন ব্যাপি মাহফিলে শোহদায়ে কারবালা পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মৌলানা আবু তালেব মঈনী ছাহেব, সম্মানিত মহাসচিব জনাব তসকির আহমদ সওঃ, কো-চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাসেম বয়ানী, কো-চেয়ারম্যান জয়নাল আবেদিন, কো-চেয়ারম্যান আবদুল মন্নান, যুগ্ম মহাসচিব আবদুল মুবিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন টিটু, সহ সাংগঠনিক সম্পাদক মু শরীফ, সিনিয়র সদস্য মুঃ তাজুল ইসলাম এলাকাবাসীর পক্ষে মোং আবদুর রাজ্জাক সহ অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।