গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ ১৮ নভেম্বর ২০২১ তারিখ বৃহস্পতিবার ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া এবং অষ্টধার ইউনিয়নে আসন্ন ২৮ নভেম্বর ২০২১ তারিখ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে, সকল মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ পিপিএম-বার।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আলাউদ্দিন ও কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন ছাড়াও কোতোয়ালী মডেল থানার পুলিশ কর্মকর্তাগণ।
জানা গেছে, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আসন্ন ২৮ নভেম্বর ২০২১ তারিখ ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০২১ (৩য় ধাপ)’র উপলক্ষে কোতোয়ালী মডেল থানাধীন অষ্টধার ইউনিয়নে নির্বাচন সংক্রান্তে সহিংসতা বন্ধের লক্ষে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের নিয়ে নির্বাচন পূর্ববর্তী আলোচনা সভা করা হয়।
এ সময় নির্বাচন উপলক্ষে কোনধরণের অপ্রীতিকর পরিস্থিতি তৈরী না হয়, ভোটারা যেন সুষ্ঠ পরিবেশে ভোট দিতে পারে সে পরিবেশ তৈরীর জন্য প্রার্থীদের অনুরোধ করেন -সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আলাউদ্দিন।