ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। কুঁচকির ইনজুরির কারণে টাইগার দলপতিকে ছাড়াই রোহিত-কোহলিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে হবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের বাঁ-হাতি এই ব্যাটারকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। এর আগে চোটের কারণে সিরিজের প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। এবার ছিটকে গেলেন দলের অধিনায়ক। বুধবার (৩০ নভেম্বর) নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ চলাকালে চোট পান তামিম ইকবাল। চোটের অবস্থা বুঝতে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) তামিমের আঘাতপ্রাপ্ত স্থানে স্ক্যান করানো হয়।এরপর বিসিবিরি চিকিৎসক দলের পক্ষ থেকে জানা গেছে দুই সপ্তাহের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ককে। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর ১০ ডিসেম্বর হবে শেষ ওয়ানডে। কাজেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।পূর্ণ মেয়াদে ওয়ানডে দলের অধিনায়কত্ব পাওয়ার পর এই প্রথম কোনো সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম ইকবাল। তবে দেশসেরা এই ব্যাটারের পরিবর্তে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলকে কে নেতৃত্ব দেবেন তা এখনো ঠিক হয়নি।