ইন্দুরকানী পিরোজপুর থেকে কামরুল ইসলামঃ
পিরোজপুর জেলার ইন্দুরকানীতে প্রত্যন্ত অঞ্চলে জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে বুধবার উপজেলার পাড়েরহাট আবাসন এলাকায় রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগীতায় ইন্দুরকানীতে সাসটেইনেবল ডিজিটাল সেন্টার উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: এম মতিউর রহমান,উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের,রুপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন বাচ্চু,সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন,ইন্দুরকানী প্রেসক্লাব সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন প্রমুখ।