1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
উত্তর মেখল ও মুজাফফর গ্রামবাসীর ব‍্যবস্থাপনায় আজিমুশান জশনে জুলুস অনুষ্ঠিত - DeshBarta
শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দক্ষিণ জেলা জাপা উদ্যােগে সংবিধান সংরক্ষণ দিবস পালন ফাঁকা মাঠে গোল দিতে দেব না, খেলতে যখন নেমেছেন দুই দলই খেলবে-নৌ মন্ত্রী কৃষ্ণা বিশ্বাস ও জ‍্যোতি রাণী পালকে বেআইনিভাবে চাকরিচ্যুত করায় উদ্বেগ জানান AWRCF এর মহাসচিব মুহাম্মদ আলী ইতিহাস৭১ ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ইতিহাস৭১ ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী দিরাইয়ে আলহাজ্ব মাসুক মিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বিভিন্ন দেশের কূটনৈতিকদের আচরণে উদ্বিগ্ন মানবাধিকার কর্মীগণ ভৈরবে লিও ডে অনুষ্টিত চন্দনাইশে জহিরুল ইসলাম বাচার পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী আল্লামা আমিনুর রহমানের জানাজা সম্পন্ন

উত্তর মেখল ও মুজাফফর গ্রামবাসীর ব‍্যবস্থাপনায় আজিমুশান জশনে জুলুস অনুষ্ঠিত

  • সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৯৪ পঠিত

[মোহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী]

হাটহাজারীস্থ উত্তর মেখল ও মুজাফ্ফরপুর গ্রামবাসীর যৌথ উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন ও পেশওয়ায়ে আহলে সুন্নাত আল্লামা অধ‍্যক্ষ সৈয়দ নুরুল মোনাওয়ার (র:) কতৃক প্রতিষ্ঠিত ১৮তম জশনে জুলুস র‍্যালী ও আজিমুশান ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর শনিবার সকাল ৮ ঘটিকায় জশনে জুলুসের র‍্যালী উত্তর মেখল আল্লামা সৈয়দ নুরুল মোনাওয়ার (র:) মাজার থেকে শুরু করে উত্তর মেখল আব্দুল গনি সড়ক হয়ে মুজাফফরপুর সংযোগ সড়ক প্রদক্ষিণ করে আল্লামা নজির আহমদ শাহ আল কাদেরী (র:) মাজার সংলগ্ন চাদগাজী সড়ক হয়ে ঈছুপুর বাজার দিয়ে রাঙ্গামাটি রোড সত্তারঘাট বেড়ী বাদ হয়ে আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উত্তর মেখল বায়তুল ল্বেকা জামে মসজিদে এসে সমাবেত হয়।
র‍্যালী শেষে উত্তর মেখল বায়তুল ল্বেকা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (স:) ও হুজুর কেবলার মাসিক মাহফিলে সভাপতিত্ব করেন ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শাইখুল হাদীস ওস্তাদুল ওলামা হযরতুল আল্লামা মাওলানা সোলায়মান আনচারী (মা: জি: আ:)।
আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (র:) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ মাওলানা জুন্নুরাঈন এর সার্বিক তত্ত্বাবধানে ও উত্তর মেখল বায়তুল ল্বেকা জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হাকিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (র:) ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোজাহিদ,,
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম – রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রহমান কোম্পানি।
এতে বক্তব্যে রাখেন মুহিব্বানে আল মোনাওয়ার পরিষদের চেয়ারম্যান শাহজাদা সৈয়দ মোহাম্মদ জুলকরনাঈন,, হাটহাজারী অদুদিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিছ মাওলানা সৈয়দ মোহাম্মদ ফারুক আহমেদ মুনিরী,, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ নেজাম উদ্দিন মাষ্টার,, মোজাফ্ফরপুর নাজেরীয়া হামেরীয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা সাহেদ আলী কাদেরী,, মাওলানা ইউনুছ রেজভী,, মাওলানা ইউনুছ হেলালী,,মাওলানা মুসলিম উদ্দিন কাদেরী,, মাওলানা মোহাম্মদ আতাউর রহমান জোনায়েদ কাদেরী,,
হাফেজ মাওলানা আবু বকর,,মন্নান সওদাগর,, অধ‍্যাপক মোহাম্মদ ছালেহ নূর, ডাক্তার হেলাল উদ্দিন,, শাহজাদা সৈয়দ মোহাম্মদ ছালেকুল মওলা,,মন্নান সিকদার,, মহসিন সওদাগর,,
ও আলহাজ্ব হারুনুর রশিদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক দেশ বার্তা
Theme Customized By TeqmoBD