ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, উন্নয়নকাজে এলাকাবাসী সহযোগিতা করলে উন্নয়ন ত্বরান্বিত হয়। উন্নয়নকাজে সহযোগিতা করুন। রাস্তা প্রশস্তকরণে যতটুকুসম্ভব ছাড় দিন। তবেই শহর আরও বাসযোগ্য হয়ে উঠবে।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর ২০২২) তারিখ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের চর ভবানীপুর পাকা সড়ক থেকে চর গোবিন্দপুর প্রাইমারী স্কুল পর্যন্ত সড়ক এইচবিবি দ্বারা উন্নয়ন এর উদ্বোধনকালে একথা বলেন মেয়র। ৪৮০ মিটার এ সড়কের প্রাক্কলিত নির্মাণ ব্যায় ৪০ লক্ষ টাকা।
উদ্বোধনকালে ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছাঃ ফারজানা ববি কাকলি,
নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন, মহানগর যুবলীগের আহবায়ক মোঃ শাহিনুর রহমান, চর দূর্গাপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ্ আল মামুন লিটন, চরাঞ্চলের নেতা বরকতুল্লাহ সানী, প্রমুখ উপস্থিত ছিলেন।