আমিনুর ইসলাম, ঢাকাঃ
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেছেন, কর আহরনে স্বচ্ছতা, সহজীকরণ ও করদাতা বান্ধব করতে অটোমেশনের উপর গুরুত্ব দেয়া হচ্ছে। আগামীতে তা আরো বাড়বে। স্বয়ংক্রিয়ভাবে উৎসে কর কর্তন, সরকারি কোষাগারে জমাদান ও রিপোর্টিংয়ের জন্য এনবিআর উদ্ভাবিত ডিজিটাল প্ল্যাটফর্ম-ই-টিডিএস সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। অটোমেশন ব্যবস্থা কার্যকরের পর উৎসে কর ব্যবস্থাপনায় আর্থিক শৃঙ্খলা জোরদারে সহায়ক ভূমিকা পালন করবে, এতে রাজস্ব ফাঁকি ও রাজস্ব আদায় বাড়বে বলেও জানান বক্তারা।