এম এ সালাম কাতার প্রতিনিধিঃ কাতারের সেহেলিয়া একালায় গতকাল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিজ কর্মস্থল থেকে ফেরার পথে রাত নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানাগেছে।
নিহতরা হলেন। নান্টু ভৌমিক বয়স ৪৫। পিতা মৃতঃ মরণ দেব চন্দ্র, গ্রামঃ চরকাঁকড়া পোস্ট পেশকার হাট, থানা কোম্পানীগঞ্জ, জেলা নোয়াখালী। ওপর জন শাহ জালাল, বয়স ৫৫। পিতা মৃত শফি উল্যাহ, গ্রাম দালাল বাজার, উপজেলা রায়পুর, জেলা লক্ষ্মীপুর। খবরটি নিশ্চিত করেছেন কাতার প্রবাসী নোয়াখালী জেলার কোম্পানি গঞ্জ উপজেলার মশিউর রহমান মিঠু।
কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব কাউন্সিল মাহবুর রহমান বলেন সমস্ত আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ দেশে দ্রুত পাঠানো হবে।