জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশঃ
কক্সবাজারের কুতুবদিয়া জশনে জুলুছ ও ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ অক্টোবর (রবিবার) সকাল ১০ টায় শাহ্ মালেকীয়া সুন্নী হোছাইনী কাফেলার ব্যবস্থাপনায় কুতুব শরীফ দরবার থেকে জশনে জুলুছ উপলক্ষে শতাধিক গাড়ি নিয়ে র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও দরবারে এসে শেষ হয়।
র্যালী’র শেষে কুতুব শরীফ দরবারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দরবারের যুগ্ম-পরিচালক আলহাজ্ব শাহ্ ছৈয়দুল মিল্লাত আল-কুতুবী’র সভাপতিত্বে আলোচনা সভায় দরবারে যুগ্ম পরিচালক আলহাজ্ব আল্লামা শাহ্ জিল্লুল করিম মালেকী আল-কুতুবী,আলহাজ্ব শাহ্ আবদুল করিম আল-কুতুবী,শাহ মালেকীয়া সুন্নী হোছাইনী কাফেলার সভাপতি হাফেজ আবদুল করিম আল-কুতুবী,সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাহামুদুল করিম ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মান্নান কুতুবী বক্তব্য রাখেন।
ঈদে-এ-মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব আল্লামা শাহ্ জিল্লুল করিম মালেকী আল-কুতুবী (মা:জি:আ)।
উক্ত র্যালীতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ও বক্ত আশেক অংশ গ্রহণ করেন।