মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের নব–নির্বাচিত চেয়ারম্যান হাতিয়া হাইস্কুল এন্ড কলেজের সভাপতি ও দিরাই উপজেলা যুবলীগ নেতা জনাব একরার হোসেন একরার ভোটে নির্বাচিত হয়ে এক প্রতিক্রিয়ায় সংবাদকর্মীকে দেওয়া প্রতিক্রিয়ায় ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে বলেন- আমি চেয়ারম্যান হিসেবে নয়, কুলঞ্জ ইউনিয়নের উন্নয়ন ও সেবক হয়ে আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।
জনাব একরার হোসেন বলেন, ইউনিয়নবাসী আমার প্রতি যে, ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, কুলঞ্জ ইউনিয়ন বাসীর নিকট আজীবন ঋনী হয়ে গেলাম। এই ঋন কোন দিনও পরিশোধ করার নয়। দেশ-বিদেশ থেকে যারা আমাকে উৎসাহ ও সার্বিক ভাবে সহযোগিতা করেছেন তা কখনোই ভুলার মত নয়। আমি চেয়ারম্যান হিসেবে নয়, সেবক হয়ে আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ। আমি আশাবাদী, আগামী দিন গুলোতে আপনাদের সবাইকে সাথে নিয়ে প্রাণের কুলঞ্জ ইউনিয়নের সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো, ইনশাআল্লাহ। ৯নং কুলঞ্জ ইউনিয়নবাসী একটি পরিবারের মত। আমরা একে অপরের ভাই-ভাই। অতীতের সকল হিংসা বিদ্বেষ ভুলে কাধে-কাধ রেখে এলাকার সামাজিক অবক্ষয় ও অরাজকতা দুর করে আদর্শ ইউনিয়ন গড়ে সমাজ উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা ও শুভেচ্ছান্তেঃ একরার হোসেন নবনির্বাচিত চেয়ারম্যান ৯নং কুলঞ্জ ইউনিয়ন পরিষদ, দিরাই, সুনামগঞ্জ।