অরুন নাথ, পটিয়া প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন ৫নং ওয়ার্ড এলাকার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান মোঃ আবির হোসেন (মুন্না)।বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নবগঠিত কমিঠিতে উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন আবির হোসেন (মুন্না)। তিনি আজ শুক্রবার (২রা ডিসেম্বর) বিকেল ৩টায় তার নিজ এলাকার আওয়ামীলী, ছাত্রলীগ, নেতা কর্মীদের সাথে সৌজন্য শুভেচ্ছা বিনিময় করেন। এরপর স্হানীয় রাজনৈতিক সতীর্থদের সাথে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটে স্হাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে বিনম্ব্র শ্রদ্ধান্জলী প্রদান করেন।
এ সময়ে উপস্হিত ছিলেন জিরি ইউনিয়ন আ,মীলীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলমগীর,চটগ্রা দক্ষিন জেলা তাতীলীগের অর্থ সম্পাদক মোঃ ইদ্রিছ,জিরি ইউনিয়ন আ,মীলীগ নেতা মোঃ বাবলু,ছাত্রলীগ নেতা প্রনব কুমার নাথ,মোঃ সোহেল,মোঃ হাফেজ,মোঃ জসিম,মোঃ শাকিল,মোঃ সুমন,মোঃ রহমান,মোঃ মনির,মোঃ ঈমন,মোঃ সোহেল,সুজন নাথ,জগদীশ নাথ সহ আরো অন্যন্যা নেতৃবৃন্দ প্রমুখ।