[পটিয়া প্রতিনিধি ]
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৪টা জানুয়ারী বিকাল চার টায় লাখেরা উচ্চ বিদ্যালয়ের মাঠে কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ছাত্রনেতা রমিজ রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে ছাত্র লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু জাফর, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ওসমান গণি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোলাগাঁও ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হাজী মাহাবুবুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন। সভায় বক্তারা বলেন বাংলাদেশ ছাত্রলীগইতিহাস হচ্ছে গৌরব ঐতহ্য ও সংগ্রামের,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন এর পতাকাবাহী সংগঠন এর সকল নেতৃবৃন্দের কে মুজিব আদর্শে উজ্জীবীত হয়ে দেশরত্ন শেখ হাসিনা ও পটিয়ার সংসদ হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর হাতকে শক্তিশালী করতে করতে সমাজের দায়বদ্ধতার বিষয়টিতকে মাথায় রেখে একনিষ্ঠ ভাবে কাজ করতে হবে এবং ভিশন ০৪১ বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্বভাবে কাজ করার আহবান জানান। অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগ নেতা গফুর, ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক, ধন্নজয় দাশ,হানিফ,শুভ,ইফতেখার জিসান,জয়,বাপ্পি, সাইম, পারভেজ,আরিফ, সাকিব,শহিদুল, জুবায়েত,সুজয় চৌধুরী, রনি, সালাউদ্দিন,রিয়াজ প্রমূখ।