ডেস্ক রিপোর্ট
গত ৯ আগষ্ট কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের উদ্যোগে আলোকায়ন ফল উৎসবের আয়োজন করা হয়। উৎসবে ২৯ টিরও অধিক দেশীয় ফল প্রদর্শন করা হয়। আলোকায়নে আগত কোয়ান্টাম সদস্য ও মেহমানদের তোমকা-গুড়ের শরবত ও ফল পরিবেশন করা হয়। প্রতি বছর কোয়ন্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টার এ ধরনের ফল উৎসবের আয়োজন করে মূলত দেশীয় ফলের পরিচিতি, উৎপত্তি স্থান, ধরন ও পুষ্টিগুন সম্পর্কে শিশু কিশোরদের ধারনা দেয়ার জন্য।
উল্লেখ্য, প্রতি মঙ্গলবার ৬টি সেশনে জীবনধর্মী আলোচনা ও মেডিটেশন হয়। আলোকায়ন সেশনের শুরুতে কারবালা প্রান্তরে যারা ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও মাগফেরাত কামনা করা হয়।