আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ও ৮নং মনোহরপুর ইউনিয়নে টিসিবি’র পণ্য নিতে নারী পুরুষের ভীড়। চৈত্রের প্রখর রোদ উপেক্ষা করে ও ভ্যাপসা গরম সহ্য করে মানুষজন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ন্যায্য মূল্যে অর্থাৎ ৪৬০/-টাকার বিনিময়ে ২কেজি মশুর ডাল,২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল সংগ্রহ করতে দেখা যায়..
বুধবার ওই দুই ইউনিয়ন পরিষদ থেকে এসব পণ্য সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করছেন সংশ্লিষ্ট ডিলার গন। আজ প্রথম দিনে পবনাপুর ইউনিয়নে ৯’শ জন ও মনোহরপুর ইউনিয়নে ১’হাজার জন মানুষের মাঝে এসব খাদ্য পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে নিয়োজিত ছিলেন হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী চৌকস পুলিশের বিশেষ টিম। এছাড়া গ্রাম পুলিশগনকেও সহযোগিতা করতে যায়।
সার্বিক পর্যবেক্ষণে ছিলেন ৮নং মনোহরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল ওহাব প্রধান রিপন ও ৭নং পবনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাহাবুবুর রহমান মাহাবুব। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যগন।√#