জেপুলিয়ান দত্ত জেপু,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১৯১টি চোরা মোবাইল সহ ৩ কারবারীকে আটক করা হয়েছে।
বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার দিন পর্যন্ত চকরিয়া শপিং কমপ্লেক্স মার্কেটের নিচতলায় লাইভ টেলিকম-১,লাইভ টেলিকম-২,লাইভ টেলিকম-৩ নামক দোকান থেকে চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-উপজেলার ফাঁসিয়াখালী ইউপির বনজাগির পাড়ার রাজা মিয়ার দুই ছেলে সাইফুল ইসলাম (৩০) ও শহিদুল ইসলাম (২০) ও একই উপজেলার বরইতলীস্থ বানিয়ার ছড়ার শাহজাহানের ছেলে আবু তাহের (২০)।
চকরিয়া থানার তদন্ত ওসি আব্দুল জব্বার বলেন-আটককৃত লোকেরা চোরাই মোবাইল সেট ক্রয়-বিক্রয়ে জড়িত ছিল।তাই ডিবি পুলিশের এক কর্মকর্তা বাদী হয়ে আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।আটককৃতদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন।