চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শক্রতার জের ধরে মুদির দোকানে হামলা ভাংচুর, লুটপাটের অভিযোগ।
মঙ্গলবার ( ৯ আগষ্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলা কাকারা ইউপির পাহাড়তলী এলাকার মোক্তারের মুদির দোকানে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন,কাকার ইউপির ৯নং ওয়ার্ডের পূর্ব কাকারার পাহাড়তলী এলাকার ফজল করিমের ছেলে-মুদির দোকানদার মোক্তার আহমদ(৪৫),ছোটভাই-জাহাঙ্গীর আলম(৩৫) ও মোক্তারের স্ত্রী-রোজিনা আকতার(৩৫)।
মুদির দোকানদারের ছোট ভাই সংবাদকর্মী জুলফিকার আলী ভূট্রো জানান,পূর্ব শক্রতার আক্রোশে গত মঙ্গলবার সাড়ে আটটার দিকে একই এলাকার নাজেম উদ্দিনের ছেলে মোঃ শওকত দোকানে মালামাল ক্রয়ের নাম করে তর্কাতর্কি দেয়। এক পর্যায়ে সে তার ভাই মনজুর সহ স্বশস্ত্রধারী সাঙ্গপাঙ্গকে ফোন ডেকে এনে মারধর সহ দোকানপাট ভাংচুর করে। বড় ভাই চিৎকার শোনে আমার আরেক ভাই জাহাঙ্গীর ও ভাবী রোজিনা আসলে তাদেরকেও বেদড়ক মারধর করে।এসময় তারা যখন অজ্ঞান হয়ে মাটি ঢলে পড়ে যায়। এরপরে দোকানের ক্যাশ ভেঙ্গে টাকা,মালামালা লুটে নিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে আসতে দেখে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। এবিষয়ে হামলাকারী ৯জনকে আসামী করে থানায় এজাহার জমা দিয়েছি।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। এবিষয়ে থানায় এজাহার জমা দিয়েছেন। অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।