শনিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী অনন্য শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসায় শিক্ষকদের জন্য ২ দিন ব্যাপী বৃহস্পতিবার ও শনিবার ” ইন-হাউজ ট্রেনিং” অনুষ্ঠিত হয়েছে।
এতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ ,বিস্তরণ ২০২২ এবং বাস্তবায়ন ২০২৩ ইং কে ফলপ্রসু করার লক্ষ্যে ১ম দিন ১৯ জানুয়ারী ছাত্রীদের অংশগ্রহণে ৬ষ্ঠ শ্রেণির মাধ্যমে বিষয় নির্বাচন, দলীয় কাজ এবং ২য় দিন ২১ জানুয়ারী, সকাল ৯ টা হতে ক্লাস কার্যক্রমের উপর নতুন অভিজ্ঞতার আলোকে শিখন-শেখানোর কৌশল বিষয়ে শিক্ষকদের বাস্তব প্রশিক্ষণ প্রদান মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সার্বিক তত্বাবধানে সম্পন্ন হয়েছে।
এতে উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ ড. সাইফুল আলম এবং শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন মাদরাসার সিনিয়র শিক্ষিকা মাস্টার ট্রেইনার সুলতানা রাজিয়া।
দু’দিন ব্যাপী ইন-হাউস ট্রেনিং-ও অংশগ্রহন করেন মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা কাসেম রেযা নঈমী,মাওলানা একরাম আজম, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা শিহাব উদ্দিন রেযা, মাওলানা শেখ সাদী, মাওলানা শামসুল আলম, ক্বারী মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল করিম, মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন, হামিদা বেগম,মীর রোগেনারা বেগম,
মুহাম্মদ নুরুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল রায়হান, নাজমা সুলতানা, তাসলিমা আকতার ,তানজিনা আকতার, বিবি হালিমা লাইজুমান নুর, মরিয়ম বেগম, সৈয়দা আমেনা বিবি, আফরোজা আলম জেরিন, সৈয়দা আরিফাহ, জোবাইদা খানম, ফাতেমা বেগম, প্রমুখ।
দু’দিন ব্যাপী ইন হাউস ট্রেনিং শেষে মাদরাসার অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে বলেন – সরকার কতৃক প্রণীত জাতীয় শিক্ষাক্রম-২০২১ রূপরেখা বাস্তবায়নে শিক্ষকদের সহযোগিতা কামনা করে বলেন- শিক্ষকবৃন্দ যদি প্রশিক্ষণ অভিজ্ঞতা শ্রেণী কক্ষে বাস্তবায়ন করতে পারেন শিক্ষার্থীরা উপকৃত হবে, শিক্ষানীতি ফলপসূ হবে এবং সরকারের রূপকল্প ” মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক, উৎপাদমূখী, অভিযোজনে সক্ষম সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলা সম্ভব হবে।
পরিশেষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ ও মুক্তি কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন ড. অধ্যক্ষ মুহাম্মদ সরওয়ার উদ্দিন ।