আজ ১৪ জানুয়ারি শনিবার দুপুর ১২ টায় বাবে রহমত মহিলা এতিমখানা তুলাতুলি খুলশী ও ইসলামিয়া তাহ্ফিজুল কুরআন মাদরাসা এতিমখানা বাটালী হিলে “চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের” উদ্যোগে সিপিডিএল এর আর্থিক সহায়তায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী হুমায়ুন রশিদ, সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা। কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য জাফর ইকবাল সহ সিএমপির কর্মকর্তাবৃন্দ।