আমিনুর ইসলামঃ
বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন বহরে যুক্ত হলো আরো দু’টি অত্যাধুনিক বেল ৪০৭ জিএক্সআই হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এই ২টি হেলিকপ্টার দিয়ে নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালনের পাশাপাশি অভিযানিক অনুসন্ধান ও পর্যবেক্ষণ করা, চিকিৎসা সহায়তা ও মিশন পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম চালানো যাবে। চট্টগ্রাম সেনানিবাসে নবনির্মিত আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস ও হেলিকপ্টার দু’টি উদ্বোধন করেন, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়োজিত সেনা সদস্যদের সহায়তা দিতে চট্টগ্রামে আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।