জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য নেতৃত্বের কারণে। রূপপুরের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম-কক্সবাজার-গুনধুম রেলপথ, কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, মেট্টো রেলসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে।
গত ১ এপ্রিল দিনব্যাপী চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন অনুষ্ঠান চন্দনাইশ সদরস্থ কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার, চেয়ারম্যান যথাক্রমে এস. এম. সায়েম, আবদুর রহিম চৌধুরী, আবদুল আলীম, কৃষক লীগ নেতা নবাব আলী প্রমূখ।