জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই (শুক্রবার) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে উপজেলার খাঁনহাট গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যবসায়ী সমিতির ৫২৮ জন ভোটার তাদের মনোনীত প্রার্থীদের ভোট প্রদান করেন। নির্বাচনে ব্যবসায়ী সমিতির সন্ধা ৭ টায় ঘোষিত ফলাফলে সভাপতি নির্বাচিত হন চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন কুতুব শরীফ দরবার চন্দনাইশ থানা কমিটির সাধারণ সম্পাদক ও ওপেন এন্ড সুপার কারাতে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ওস্তাদ আবু সৈয়দ চৌধুরী (আবু) প্রার্থীদের মধ্যে বিভিন্ন পদে ৬ জন প্রার্থী বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনায় প্রিসাইডিং এর দায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। নির্বাচন চলাকালীন শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে সার্বিক সহযোগিতা এবং নির্বাচন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। এ ব্যাপারে উপজেলা নিবাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের কর্মকান্ডের উত্তরোত্তর সমৃদ্ধি
কামনা করেন।