জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামে নগরীর পলোগ্রাউন্ডের মহাসমাবেশে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কারী চন্দনাইশের হাশিমপুরের আ’লীগ নেতা জহিরুল ইসলাম বাচার কবর জিয়ারত করেছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী। গত মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান হাশিমপুর ইউনিয়ন আ’লীগ নেতা বাচার কবর জিয়ারত করে তার পরিবার-পরিজনের খবরা-খবর নিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে আগামী শুক্রবার ৯ ডিসেম্বর বাদে জুমা তার পরিবারের সদস্যদের জন্য ঘর কাজ শুরু করার ঘোষণা দেন। তিনি বলেন এক সপ্তাহের মধ্যে তার পরিবারের সদস্যদের জন্য তার নিজস্ব অর্থায়নে ঘর নির্মাণ করে দিবেন। তিনি আরো বলেন বাচা দীর্ঘদিন সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি আওয়ামী পরিবারের একজন নিবেদিত কর্মী ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বরকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান। ইউপি সদস্য যথাক্রমে,আয়ুব আলী,মোহাম্মদ আলী,নিজাম উদ্দিন নওশা,সাইদুল ইসলাম চৌধুরী,সেলিম উদ্দিন,যুবলীগ নেতা আমির মোহাম্মদ সাইফুদ্দিন,মোজাম্মেল হক,আব্দুর রহমান,কাজী শিমুল,নাজিম,সায়েম, খোকন,নয়ন প্রমুখ