জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টি জনিত মৃত্যু ঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসাবে সারাদেশের ন্যায় চন্দনাইশেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুরু হয়েছে।
১৫ জুন (বুধবার) সকালে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা: রুমা ভট্টাচার্য্য।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডাঃ আবু রাশেদ মোঃ নুরুদ্দিন,ডা: রিজওয়ান সিদ্দিকী, ডা: শেখ সাদী,ডা: সজিব নাথ, ডা: প্রবাল চৌধুরী, ডা: ফারজানা কালাম,ডা: মুন্নী পারভীন, ডা: অতন্দ্রীলা, ডা: দিপেন দেবনাথ, পরিসংখ্যানবিদ পিযুষ চক্রবর্তী,মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আখতারুজ্জামান রবিউল প্রমূখ।