জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে রেজিয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গত ৭ মে (শনিবার) সন্ধ্যায় চন্দনাইশ থানাধীন পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া বেগম ওই এলাকার আবদুস সাত্তারের স্ত্রী।
স্থানীয় মেম্বার জাহাঙ্গীর আলম জানান,সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। এ সময় আবদুস সাত্তার কথা-কাটাকাটির জেরে রেজিয়া বেগমকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় রেজিয়া বেগমকে প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান। এরপর চিকিৎসাধীন অবস্থায় রেজিয়া বেগম রাতে মারা যান। তাঁর ৫ মেয়ে ও ২ ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ১ ছেলে প্রবাসী,অপর ছেলে টাইলস মিস্ত্রির কাজ করেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন,ছুরিকাঘাতে গৃহবধূ রেজিয়া বেগমের হাসপাতালে মৃত্যুর ঘটনায় তাঁর মেয়ে কামরুন নাহার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।