জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে প্রাক্তন ছাত্রলীগের ইফতার মাহফিল গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। গত ১৫ এপ্রিল বিকালে প্রাক্তন ছাত্রলীগের নেতা কর্মীদের আয়োজনে তারিকুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন,দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা অধ্যাপক মীর কাসেম চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন পৌর আ.লীগের আহবায়ক এম কায়সার উদ্দীন চৌধুরী,শ্রমিক লীগের সভাপতি মাহমুদুল হক বাবুল,চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো.দেলোয়ার হোসেন। আলোচনায় অংশ নেন, আ.লীগ বেলাল উদ্দীন,সাবেক ছাত্রলীগ নেতা মো. রিয়াদ,মো.আরিফ,মো.কুতুব উদ্দীন,মো.তারেক, মো.মহিদ্দীন প্রমুখ। সভায় বক্তাগণ বলেন,সাবেক ছাত্রলীগ নেতাদের মূল্যায়ন না হওয়ার অভিযোগ তুলেন। সেসাথে সব রকম ভেদাভেদ ভুলে গিয়ে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের পরিহার করে প্রকৃত আ.লীগের নেতাকর্মীদের সু-সংগঠিত হয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনুর নেতৃত্বে দলের কর্মসুচি পালনের আহবান জানান।