জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:
চট্রগ্রামে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলা বরুমতি খালের উপর গোদার কুলে নির্মিত নতুন সেতু ও উভয় পাশে নির্মিত সড়ক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উত্তর হাশিমপুর ৩ ও ৪ নং ওয়ার্ডের মধ্যবর্তী বরুমতি খালে সেতুর শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আহমদ ছফা, ইউপি সদস্য মো. আয়ুব, গোলাম নবী, আবদুল মন্নান, সমাজসেবক মো.বাবুসহ স্হানীয় ব্যক্তিবর্গ। বরুমতি খালের উপর নতুন সেতু নির্মিত হওয়ায় দুই তীরে কয়েক শত পরিবারের দীর্ঘ দিনের স্বপ্ন আজ পূরুণ হলো। ঐএলাকায় সেতু নির্মাণ হওয়ার ফলে ৪ গ্রামের আড়াই হাজার মানুষের যোগাযোগ ব্যবস্হা সহজতর হওয়ার পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রির সহায়ক ভূমিকা রাখা ছাড়া ও কৃষকদের অর্থনৈতিক এবং এলাকার শিক্ষার্থীদের জন্য চলাচলে অগ্রনী ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্হানীয় বাসিন্দারা। সেতু ও সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। এর মধ্যে চন্দনাইশ উপজেলা পরিষদ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার অনুদান দেওয়া হয়। অবশিষ্ট টাকা জনগণ বহন করেন।