জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের জায়গা ও উপজেলা পরিষদের বিভিন্ন কাযার্লয় পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মো. খোরশেদুল আলম খান। গত ৫ মে সকালে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের জায়গা ও উপজেলা পরিষদের বিভিন্ন কার্যালয় পরিদর্শনকালে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে কথা বলে মসজিদের জায়গা পরির্দশন করে প্রতিবেদন দাখিল করবেন বলে জানিয়েছেন। তাছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন নথি পত্র পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও.সোলাইমান ফারুকী,মহিলা ভাইস চেয়ারম্যান এড.কামেলা খানম রুপা, উপজেলা প্রকৌশলী মো.জুনায়েদ আবছার চৌধুরী প্রমুখ।