মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ।
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ১১জন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৯ আগষ্ট) রাত আটটার পর উপজেলার বিভিন্ন এলাকার বাজারে অভিযান চালান সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযান পরিচালনাকালে উপজেলার
গাছবাড়িয়া কলেজ গেইটের পাঁচজন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা, খাঁনহাটে একজন ব্যবসায়ীকে ২ হাজার টাকা, ইলেকট্রনিক সামগ্রীর দোকানকে ১ হাজার টাকা, কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলের দুইটি মুদি দোকানকে ২ হাজার টাকা, রৌশনহাটের একটি হোটেলকে ১ হাজার টাকা এবং সরকারি নির্দেশনা অমান্য করে আলোকসজ্জা করায় কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল এলাকায় আল শাকরা টাওয়ারকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১১জন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, বিশ্বব্যাপী জালানির মূল্যবৃদ্ধি জনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে সরকারী নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার রাত আটটার পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এ সময় চন্দনাইশ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
বিদ্যুৎ অপচয়রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান অব্যাহত থাকবে।