জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
উপজেলার জামিজুরী এলাকার আসহাব-সিরাজ টেকনিক্যাল কলেজের জায়গা পরিদর্শন করেছেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরিদর্শনকালে তিনি বলেছেন, একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের যুব সমাজকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করার অন্যতম মাধ্যম। তাছাড়া যেসকল শিক্ষার্থীরা টেকনিক্যাল শিক্ষা গ্রহন করবে তারা পাশ করার সাথে সাথে চাকরি অথবা নিজে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। বর্তমান প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল কলেজ প্রতিষ্টা করার উদ্যোগ গ্রহন করেছেন। পর্যায়ক্রমে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রচলিত শিক্ষার পাশাপাশি ভোকেশনাল তথা কারিগরি শিক্ষা অন্তভুক্ত করা হবে। এসকল শিক্ষার্থীরা বিদেশে গেলে তাদের কর্মদক্ষতা দিয়ে দেশে রেমিডেন্স আনতে পারবে। এসময় তিনি দ্রুত কলেজ নির্মাণের কাজ সম্পন্ন করে ক্লাস চালু করার উপর গুরুত্বরোপ করেন। ৭ মে সকালে মন্ত্রী উপজেলার আসহাব-সিরাজ টেকনিক্যাল কলেজের জায়গা পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, মুক্তিযোদ্ধা ফৌরদাউসুল ইসলাম খান,প্রতিষ্টাতা পরিবারের সন্তান আদনান ইসলাম, আ.লীগ নেতা যথাক্রমে বাবর আলী ইনু, সাখাওয়াত হোসেন শিবলী, হেলাল উদ্দীন চৌধুরী, আমজাদ হোসেন, হৃদয় প্রমুখ