জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে ঐতিহ্যবাহী সুচিয়া শুক্লাম্বর তরুণ সংঘের উদ্যোগে চার দিনব্যাপী সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর সন্ধ্যায় ঐতিহ্যবাহী সুচিয়া শুক্লাম্বর তরুণ সংঘের উদ্যোগে চার দিনব্যাপী সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার আলোচনা সভা,অনুষ্ঠিত হয়।
শুক্লাম্বর তরুণ সংঘের সভাপতি শ্রী সুরঞ্জিত ভট্টাচার্যের সভাপতিত্বে ও অমিতাভ চৌধুরী টিটুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অরুপ রতন চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ টিপু চৌধুরী, সংবর্ধিত অতিথি ছিলেন বরকল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী।
বক্তব্য রাখেন শ্রী রুবেল দেব, রুবেল দাশ, মধুসূদন দত্ত, মুন্না দাশ প্রমুখ।আলেচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।