জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্থবক অর্পন সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছেন চন্দনাইশ সাব-রেজিস্ট্রার অফিসের রেজিস্ট্রার সর্মি পালিত।
১৬ই ডিসেম্বর সকালে সাব-রেজিস্ট্রার সর্মি পালিত অফিসের কর্মকর্তা, কর্মচারীদের সাথে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বাংঙ্গালী জাতীর সপ্নগাঁথা মহান মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করেন।
এ সময় অন্যান্যেদের উপস্থিত ছিলেন যথাক্রমে,অফিস সহকারী দেবাশীষ বড়ুয়া,মোহরার রাজিব দেওয়ানর্জি,টিসি মোহরার বসন্ত বড়ুয়া,অতিরিক্ত মোহরার রত্না চৌধুরী,মৌসুমী বড়ুয়া,রুজি দত্ত,তাপসী দত্ত,জাবেদ হোসেন,মো.টিপু সুলতান,মো.সাইফুল ইসলাম,রাজন বড়ুয়া,তসলিম উদ্দিন,ইয়াছমিন আকতার,বেবি দাশ,জান্নাত আরা বেগম,তানজিনা সুলতানা,নিয়াজুর রহমান,সোহেল,ইউনুছ মিয়া প্রমুখ।