জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
আজ ১৭ আগস্ট। দেশজুড়ে সিরিজ বোমা হামলার ১৭তম বার্ষিকী। বিএনপি জামায়াত জোট সরকার শাসনাআমলে ২০০৫ সালের এই দিনে মুন্সীগঞ্জ ছাড়া দেশের ৬৩ জেলার ৪৩৪ স্থানে একযোগে বোমা হামলা চালায় জেএমবি জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। একযোগে পাঁচ শতাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল তারা। সেই ঘটনায় জেলাগুলোতে করা ১৫৯ মামলার মধ্যে এখনো ৪১টি বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় তখন দেশজুড়ে আতঙ্ক ছড়ায়। প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয় সারা দেশে। এর পর প্রতিবছরই এই দিনে সারাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে আ’লীগসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সেই ধারাবাহিতকায় বুধবার দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।
চন্দনাইশে আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ উপজেলা আ’লীগের উদ্যোগে বুধবার বিকেলে পুরাতন কলেজ গেইট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,চট্রগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম।উপজেল আ’লীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,চট্রগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল মালেক রানা,আবুল বাশার ভূঁইয়া,পৌর মেয়র আলহাজ্ব মাহবুবুল আলম খোকা,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু’র সঞ্চালনায় আরও উপস্থিত যথাক্রমে,এম,ফরিদুল ইসলাম চৌধুরী,চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন,এড.খোরশেদ বিন ইসহাক,এস.এম সায়েম,উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম যুগ্ন-আহবাযক এম মুছা তসলিম,মুরিদুল আলম মুরাদ,জসিম উদ্দিন চৌধুরী আবুল কাশেম বাবলু,মো.শাহজাহান,নবাব আলী, আবদুল্লাহ আল নোমান বেগ,লোকমান হাকিম,পৌর সভার যুবলীগের সভাপতি এম সিরাজুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক লোকমান হাকিম,জহির উদ্দিন হিরু,নাছির উদ্দিন চৌধুরীএম লোকমান চৌধুরী,ফরিদ আহমেদ চৌধুরী,মাইন উদ্দিন বাচা,মোস্তফা মানিক প্রমূখ।