জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫ লক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের বিদেশী সিগারেট, একটি জীপ ও অন্যান্য মামলার আসামীসহ ৬ জনকে আটক করে।
৬ এপ্রিল ভোরে দোহাজারী তদন্ত কেন্দ্রের এস আই রবিউল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর এলাকায় চেক পোষ্ট বসায়। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম অভিমুখী জীপ (সিলেট-ক-৭০৮৩)’তে অভিযান চালিয়ে ৫ লক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ২’শ ৬৫ কাটুন বিদেশী সিগারেট আটক করে। সে সাথে সিগারেট বহনকারী জীপ গাড়ীসহ উখিয়া কক্সবাজারের হলুদিয়া গ্রামের মো. ইসমাইলের ছেলে মো. জাহিদুল ইসলাম (১৯), ফকির আহমদের ছেলে মো. আবদুল গফুর প্রকাশ হাসান (৩৮) কে আটক করে। পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানা মূলে পশ্চিম বৈলতলী এয়াকুব আলীর স্ত্রী পারভিন আক্তার (৩০), বরকলের মৃত নুরুল ইসলামের ছেলে মো. ফারুক, জোয়ারার আবদুল মান্নানের ছেলে মো. ফারুক, দক্ষিণ গাছবাড়ীয়ার আবু সালেহের ছেলে মো. আরমান (১৮) কে আটক করে। আটককৃতদের ৬ এপ্রিল আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।