1. [email protected] : admin :
  2. [email protected] : News Editor : News Editor
চন্দনাইশ বরকলে দোকান মেরামতের কাজে বাঁধা প্রদান। - DeshBarta
বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রিন্সিপাল আমিনুর রহমানের ইন্তেকাল বাচার পরিবারের পাশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ৫ লাখ টাকার অনুদান দিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কৃষকের ঘরে ঘরে এখন ধান কেটে ঘরে তোলার আনন্দ বোয়ালখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থানে অধিকারী হলেন মোঃ তুহিন ইসলাম এস আলম গ্রুপের বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত খতিয়ে দেখতে সরকার ও দুদকের দৃষ্টি আকর্ষণ করছি মাওলানা ফখরুল ইসলাম ছাহেবের মৃত্যুতে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শোক প্রকাশ রাশিয়ার নিষিদ্ধ সংগঠনের তালিকায় যুক্ত হলো মেটা অনন্যাকে নিয়ে মুখ খুললেন বাবা চাঙ্কি পান্ডে বিশ্বের সবচেয়ে সরু বহুতল৷ যার উচ্চতা ১৪২৮ ফুট

চন্দনাইশ বরকলে দোকান মেরামতের কাজে বাঁধা প্রদান।

  • সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১১৬ পঠিত

ইসমাইল ইমন, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশ উপজেলার উত্তর বরকল কমলার বাড়ী এলাকার মৃত শের আলী খানের পুত্র মো.হাসান বরকল ব্রীজের পূর্ব পাশে লাইন্সম্যান অফিস সংলগ্ন মৌরসী সূত্রে পাওয়া ভোগ দখলীয় জায়গায় সিএনজি গ্যারেজ করে আসছিলেন। দোকানের মেরামতের সময় প্রতিপক্ষ আমানত খানের পুত্র মো.ফেরদৌস লাঠি-সোটা নিয়ে দোকান গৃহের কাজে বাঁধা প্রদান করিলে ৪ অক্টোবর চন্দনাইশ থানায় বিবাদী ফেরদৌসের বিরুদ্ধে একটি অভিযোগ নামা দায়ের করা হয়। থানার অভিযোগ সূত্রে জানা যায়, মো.হাসান একই গ্রামের মৃত শের আলীর খানের ছেলে ও বিবাদীর জেঠাত ভাই হয়। বরকল ব্রীজের পূর্ব পাশে লাইন্সম্যান অফিস সংলগ্ন হাসানের খরিদার ও মৌরশী সূত্রে পাওয়া সেমি পাকা সিএনজির গ্যারেজের দোকান রয়েছে। সম্প্রতি সে গ্যারেজের টিনের চাল নষ্ট হওয়ায় মেরামতের কাজ চলাকালে বিবাদী ফেরদৌস লাঠিসোটা নিয়ে ৩ অক্টোবর সকাল ১১ টার সময় সিএনজির গ্যারেজের কাঠের দরজা ভেঙ্গে প্রবেশ করে, ভিতরে থাকা একটি রিক্সাভ্যান ও আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। দোকান গৃহের মেরামতের কাজে বাঁধা প্রধান করায় ফেরদৌসের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মো.হাসান বাদী হয়ে একটি অভিযোগ নামা দায়ের করেন। তাছাড়া স্থানীয় ভাবে উক্ত গ্যারেজের দোকানের জায়গা নিয়ে সালিসের বৈঠক চলমান রয়েছে। বর্তমানে বাদীকে দোকানে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি-ধুমকি প্রধান করায় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। এব্যাপারে বিবাদী মো.ফেরদৌসের সাথে মোঠফোনে আলাপকালে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি উক্ত বিষয়ে কিছু জানি না। আমাকে ফাঁসানোর জন্য বাদী হাসান থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক দেশ বার্তা
Theme Customized By TeqmoBD