চন্দনাইশ বিভিন্ন মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
জাফরাবাদ ফাজিল মাদ্রাসাঃ উপজেলার জাফরাবাদ ফাজিল মাদ্রাসা, হেফজখানা ওএতিমখানা ৬৭তম বার্ষিক সভা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। গত ১১ও ১২ মার্চ ২দিন ব্যাপী বার্ষিক সভা উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা পরিষদের সভাপতি এ.কে.এম সামশুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তকরির করেন শাহ সূফি মাও. আবদুল হালিম রশিদী, মাও.মো. হাসান রেজা, মাও. রমিজ আহমদ ছমদী, মাও. নুরুল হোসাইন ফারুকী, মাও. নুরুল ইসলাম, মাও. মোজাহেরুল কাদের। মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা কলেজ অধ্যক্ষ রিদোয়ানুল হক, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, চেয়ারম্যান এস.এম সায়েম, আ.লীগ নেতা যথাক্রমে কবির আহমদ, আহমুদুর রহমান, ডা. আবুল হোসেন, পরিচালনা কমিটির মাহবুবুল আলম, নুরুল আবছার, হাবিবুল্লাহ খান, মো. আলী, আলী আহমদ, মোস্তাফা আল ফারুক, মাও. শফিকুর রহমান, মহিউদ্দীন, বিএনপি নেতা শফিকুর ইসলাম রাহি প্রমুখ।
জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসাঃ উপজেলা সদরস্থ জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, হেফজখানা ওএতিমখানা ৬৫তম বার্ষিক সভা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। গত ১১মার্চ বার্ষিক সভা উপলক্ষে খতমে কোরআন, খতমে কছিদায়ে বোরদাহ্, খতমে খাজেগান, খতমে শেফা মিলাদ ও দোয়া মাহফিল মাদ্রাসা অধ্যক্ষ মাও. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে তকরির করেন অধ্যক্ষ মাও. খলিলুর রহমান নেজামী, মাও. ফেরদৌসুল আলম আলকাদেরী,মাও.সোহেল উদ্দিন আনসারী, মাও. মহিউদ্দীন হাশেমী, মাও. মাহফুজুর রহমান, মাও. আবু ইউছুপ নুর, মাও. মো. ইউনুছ কাদেরী, মাও.হারুনুর রশিদ, মাও. জয়নাল আবেদীন, মাও. মিজানুর রহমান, মাও. নুরুল ইসলাম, মাও. আবুল কাসেম আনসারী। মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, এড. শহিদুল ইসলাম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, গাউছিয়া কমিটির সহ-সভাপতি মিয়া মো. জসীম উদ্দীন, আজিজুর রহমান, নজরুল ইসলাম, আবদুল মাবুদ প্রমুখ।