আজ শনিবার উৎসবমুখর পরিবেশে পটিয়া উপজেলার অন্তগর্ত চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে প্রথম বিজয়ী হয়ে বিপুলভোটে নির্বাচিত হয় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শফিউল আজম, দ্বিতীয় বিজয়ী হয় বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব ফোরকান এবং তৃতীয় ও চতুর্থ হিসেবে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয় দিদারুল আলম ও মাহবুব আলম। বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয় বিশিষ্ট সমাজসেবক জনাব এ.এইচ.এম মনজুর। তারা বিদ্যালয়ের যেকোন কাজে শিক্ষার্থীদের প্রাধান্য দিবেন বলে আশ্বাস দেন।