মোহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী, রাউজান প্রতিনিধি।
রাউজান উপজেলাস্থ চিকদাইর হযরত নেয়াজ গাজী শাহ্ (রহ:) সুন্নীয়া দাখিল মাদরাসার ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহা এ ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে অাজিমুশশান মিলাদ মাহফিল গত ২২ নভেম্বর ২০২১ ইং সোমবার মাদরাসা হলরুমে মাদরাসার সম্মানিত সুপার মাওলানা নুর মুহাম্মদ অাল-ক্বাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাওলানা অাব্দুল মান্নান সাহেবের সঞ্চালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদসারা পরিচালনা পর্ষদের অর্থ সম্পাদক জনাব শফিকুল ইসলাম বিডিঅার, সদস্য হাফিজুর রহমান, অাইয়ুব অালী, শফিউল অালম, শামশুল অালম, মাওলানা মুহাম্মদ হোসাইন, হাফেজ মাওলানা অাবু তাহের, মাও রিজাউল করিম, মাও হোসাইন, মাও রিদুয়ান, মাস্টার নুরুন্নবী, জাহেদুল অালম, সাহেদুল অালম, মুনিরুল ইসলাম প্রমূখ।
মিলাদ-কিয়াম, দেশ ও জাতির কল্যাণে দোয়া মুনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।