ওমর ফারুক, বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
বোয়ালখালী উপজেলা চরখিজিরপুরে শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান জাগের -নুর ফাউন্ডেশনের আয়োজনে এসএসসি ২০২২ এ+ প্রাপ্তিদের সংবর্ধনা ও অভিবাবকদের সন্মাননা প্রদান ৩০ ডিসেম্বর চরখিজিরপুর হাজী লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের চেয়ারম্যান হাজী মোঃ নুর হোসেন’র সভাপতিত্বে সদস্য সচিব আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক ছিলেন , চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবের প্যানেল মেয়র অঅধ্যাপিকা রেখা আলম চৌধুরী , প্রধান অতিথি ছিলেন,বোয়ালখালী উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম সেলিম,
প্রধান বক্তা ছিলেম বোয়ালখালী পৌরসভা মেয়র দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম জহুর ,
বিশেষ অতিথি ছিলেন ,চরখিজিরপুর রফিকুল উলুম দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব রফিক আহমদ সওদাগর।
সিরাজুল হক কাঞ্চন ,আবদুস ছালাম, গুন্না মিয়া,বিশিষ্ট দানবীর আবু সিদ্দিক , আবুল খায়ের, যুবনেতা মঈন উদ্দিন ,মাওলানা নুরুল আবসার ফারুকী, ,ছগির আহমদ ,কামাল উদ্দীন ,সাংবাদিক সাইফুদ্দিন খালেদ ,সাংবাদিক ইয়াছিন চৌধুরী, সাংবাদিক ওমর ফারুক, দিদার আলম,সেয়দ সাথি, জামাল উদ্দীন ,আবুল ফয়েজ, নুরুল কবির,
সেকান্দর জাবেদ,লোকমান হোসেন ,আকতার হোসেন ,মোস্তক আহমদ, মোজাম্মেল ,সাজ্জাদ হোসেন, ইয়াকুব,আবু জোবায়ের রিয়াজ, মঈন উদ্দিন ,আবু তৈয়র , আকতার হোসেন, সোহেল রানা , মোকতার হোসেন ,ইমরান হোসেন , আকরাম হোসেন, আবদুর রহমান শান্ত, সাবিকুন নাহার, শাহরিয়ার জয় ,ফাহিম,আসিফ,ইনান,আরেফিন ,সামির, এনাম।