মোঃ মোশারফ হোসেন সরকার
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় জামালপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন মুহাম্মদ তানভীর হাসান রুমান। তিনি জামালপুর জেলার ইসলামপুরের ইউএনও পদে কর্মরত রয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষাপদক-২০২২ উপলক্ষে তাঁকে এই সম্মাননা দেয় জেলা প্রশাসন।
জানা যায়, জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের নেতৃত্বে বাছাই কমিটি ইউএনও মুহাম্মদ তানভীর হাসান রুমানকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করেন।
জামালপুর জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় এখন তিনি ময়মনসিংহ বিভাগের সেরা ইউএনও নির্বাচনীতে অংশ নেবেন।