আমিরুল ইসলাম কবিরঃ
উত্তর জনপদের নক্ষত্র বাংলাদেশ জাতীয় সদ্য প্রয়াত জননেতা ডেপুটি স্পীকার আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি'র স্মরণে পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই বুধবার বাদ মাগরিব পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সাধারন সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি'র স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হোসেন নাছিম।
এসময় রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম সহ পলাশবাড়ী প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মরহুমের ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের ও ২১ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব সহ সভাপতি ফেরদাউস মিয়া।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পলাশবাড়ী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন।√#