বিনোদন নিউজ
নতুন তিনটি ধারাবাহিক নাটক এর গান লিখেছেন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। আশিক বন্ধু’র লেখা টাইটেল গান নিয়ে আরটিভিতে প্রচার হচ্ছে -মেগা সিরিয়াল-গোলমাল। গােলমাল” প্রচার হচ্ছে মংগলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ৯ টা ২০ মিনিটে৷ এছাড়াও আশিক বন্ধু’র লেখা গান নিয়ে এটিএন বাংলায় মংগবার ও বুধবার রাত ৮ টা ৪০ মিনিটে -ধারাবাহিক নাটক- স্বপ্নের রানী” এবং দীপ্ত টিভিতে নিয়মিত শনি থেকে বৃহস্পতিবার রাত রাত ৮ টায় প্রচার হচ্ছে মেগা সিরিয়াল -বকুলপুর’। উল্লেখ্য এই তিনটি নাটকেরই পরিচালক কায়সার আহমেদ, এবং নাটকগুলোর নাট্যকার আহমেদ শাহাবুদ্দিন, মানস পাল ও রিজওয়ান খান। একসাথে প্রচার চলতি নতুন তিনটি ধারাবাহিক নাটকের টাইটেল গান লেখার অনুভূতি জানিয়ে বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু বলেন- বকুলপুর, গোলমাল, স্বপ্নের রানী ” এই তিনটি তারকাবহুল মেগা সিরিয়াল নাটকের গান লেখার অনুভূতি বেশ চমৎকার। ফেসবুকে, মেসেনজারে এবং ফোনে নিয়মিত অনেকের কাছ থেকে প্রশংসা পাচ্ছি। দারুণ সাড়া পাচ্ছি। এরই ধারাবাহিকতায় আগামীতে আরো ভালো ভালো গান লেখার সাহস ও অনুপ্রেরণা দিচ্ছেন মিডিয়ার অনেকেই। এভাবেই সবার ভালবাসা ও সহযোগিতায় নাটকের গানের মান ও জনপ্রিয়তা অনেক উপরে ও সম্মানের শীর্ষে পৌঁছাতে চাই৷