আমার বুকের ওমে ভালোবাসার রঙ মাখানো আচ্ছাদন তুমি।
আমাদের সুন্দর সময়গুলো বড্ড বেয়ারা, রাখঢাক ছাড়া হুড়মুড়িয়ে ঘন্টা বাজায় স্মৃতির দোলায়। অতীত কোলাহলে কখনও শান্ত আবার কখনও ভীষণ অশান্ত আমি। স্মৃতি আঁকড়ে থাকা চোখের নদীর
ছলাৎ জল উপচে পরে!
তুমি চলে যাবে ভাবতেই আমার একাকী আকাশে বিকেলের বিচ্ছিন্ন মেঘগুলো সরে যায়, আকাশ নীল থেকে আরো নীল হয় প্রেমে!
কিন্তু আমার সেই বিষাদের আকাশে লালের আধিক্যে, সন্ধ্যা নামতে দেখে তুমি ভাবো, এ বুঝি নিছক অস্তাচলের ক্যানভাসে প্রাত্যহিক সান্ধ্য সান্ধ্য খেলা!
কিন্তু তুমি তো জানো না, যোগি সূর্য ঘিরে ওসব লাল, একান্তই আমার বুকের তাজা রক্ত।
দুরন্ত আকাশের নিযুপ্ত বাতাস, ব্রাত্য জোছনার ফাঁদ আমাকে উপহাস করে।
অথচ আমি একাকীত্বের চাষ করি খুব গোপনে। একাকীত্ব আমার পায়ে পায়ে হেঁটে বেড়ায়, একাকীত্ব আমার নির্ঘুম বিছানায় ছটফটানির সাথী হয়, অসুস্থতায় জাগিয়ে রাখে একাকীত্ব বোধ!
তুমি চলে যাবে, যাও।।একাকীত্বের আশ্রিত এই আমি তোমার অপেক্ষায় কাটিয়ে দিব অনন্ত প্রহর।