মোঃ জুলফিকার আলী,দাকোপ প্রতিনিধিঃ
খুলনার দাকোপে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পানখালী ইউনিয়নে কাটাখালি খালে দেশীয় রুই জাতীয় মাছের পোনা অবমুক্তি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক মোঃ তোফাজউদ্দিন আহমেদ, দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, দাকোপ উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, গল্লামারী মৎস্য খামার ব্যবস্থাপক,মৎস্য (বীজ উৎপাদন খামার) মোঃ নাসির উদ্দিন, মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীগণ,জনপ্রতিনিধি,সুফলভোগীগণ প্রমুখ।