মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু দিন যাবত মুখোশ পরা সয়তান নামের ফেইক আইডি দিয়ে স্থানীয় সম্মানি মানুষদের অকথ্য ভাষা ব্যবহার করে হয়রানি করে আসছে। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ ই জানুয়ারি রবিবার দিরাই থানায় সাধারণ ডাইরি করেন ভুক্তভোগী আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষানূরাগী ও কুলঞ্জ ইউনিয়নের সম্মানিত ব্যক্তি রাড়ইল গ্রামের কৃতি সন্তান জনাব সুমন চৌধুরী।
সুমন চৌধুরী জানান, আমাদের নাম উল্লেখ করে অশ্লীল মন্তব্য লিখে আমার ও আমার বন্ধুর ফ্রেন্ডদের মাধ্যমে ভাইরাল করে আমার বন্ধুসহ দিরাই উপজেলার সম্মানিত ব্যক্তিদের মান সম্মানের হানি ঘটাচ্ছে। এই ফেইক ফেইসবুক আইডি থেকে বিভিন্ন অসত্য বিতর্কিত পোস্ট দিয়ে থাকে প্রায় সময় বানোয়াট ও ভিত্তিহীন লেখালিখি করে অপপ্রচার চালাচ্ছে।
এই ফেইক আইডিটির বিরুদ্ধে থানায় সাধারণ ডাইরী/জিডি করেছি। একই সাথে তথ্য প্রযুক্তি আইনে উক্ত ফেইক আইডি যে বা যারা চালাচ্ছে তাদের মোবাইল লোকেশন ও সিম ট্রেকিং করছেন সরাসরি ঢাকা পুলিশ হেডকোয়ার্টার থেকে। প্রশাসন তার আইনি তৎপরতা দ্রুত চালিয়ে যাচ্ছেন। খুব শীগ্রই এই দুষ্কৃতির মুখোশ উন্মোচিত হবে, ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের দিরাই উপজেলায় যে-সব ভূয়া ফেসবুক আইডি দিয়ে সম্মানি মানুষকে অসম্মান করা হচ্ছে অচিরেই এসব ভূয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এতে আমার যা করনীয় তাই করবো। আমি প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।
রাড়ইল গ্রামের কৃতি সন্তান ও সমাজসেবক মোঃ আনু মিয়া চৌধুরী বলেন, মুখোশ পরা সয়তান ভূয়া ফেইসবুক আইডি থেকে বেশ কিছুদিন যাবত মিথ্যা বানোয়াট লেখা ছড়িয়ে একটি মানহানিকর পোষ্ট করায় ১৫ জানুয়ারী ২০২৩ ইং রোজ রোববার দিরাই থানায় উক্ত ভূয়া ফেসবুক আইডি’র বিরুদ্ধে সাধারণ ডাইরি করেন আমার ছোট ভাই সুমন চৌধুরী। আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি এই ফেইক ফেসবুক আইডি সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।