এস আল-আমিন খাঁন, বরিশাল ব্যুরো।
পটুয়াখালী জেলার দুমকি থানা পুলিশের অভিযানে শুক্রবার (৩০-ডিসেম্বর-২০২২ ইং) তারিখ সন্ধ্যা রাত আনুমানিক ৭.৩০ মিনিটের সময় উপজেলার চরগরবদী ফেরিঘাট এলাকা হইতে ২ কেজি গাঁজা সহ তিন জনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলো, (১).মোঃ মাহাবুব মৃধা(২৫), পিতা-শানু মৃধা, সাং-খারিজা বেতাগি, (২).মোঃ রিপন হাওলাদার (৩৪), পিতা- মৃত কাশেম হাওলাদার, সাং- তাফালবাড়িয়া, (৩). মোঃ মোশাররফ মেলকার (৩৮), পিতা-মোঃ মেছের মেলকার, সাং বেতাগী, উভয়- দশমিনা উপজেলার বাসিন্দা।
পুলিশ সুত্রে, জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, (বিপিএম), (পিপিএম), এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পটুয়াখালী আহম্মদ মাঈনুল হাসান ও সহকারী পুলিশ সুপার,বাউফল সার্কেল শাহেদ আহম্মেদ চৌধুরীর তদারকিতে এবং পুলিশ পরিদর্শক (নিঃ) আবদুস সালাম অফিসার ইনচার্জ দুমকি থানা এর নেতৃত্বে দুমকি থানার এসআই (নিঃ) মোঃ সাকায়েত হোসেন সংগীয় এস,আই ইসতিয়াক আল-মামুন, এস,আই মনিরুল ইসলাম, এ,এস,আই আরিফ, এ,এস,আই মামুন সহ শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার সময় চরগরবদী ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মাহাবুব মৃধা (২৫), (২). রিপন হাওলাদার (৩৪), (৩). মোশাররফ মেলকার (৩৮), কে আটক করেন এবং তাদের সাথে থাকা ব্যাগ হইতে ২ কেজি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত অবৈধ মাদক গাঁজার মুল্য- ১২০,০০০/- টাকা।
এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।