পটিয়া (চট্টগ্রাম)- চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকান্ডে ৫ বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে আগুনে দ্বগ্ধ হয়ে নয়ন দাশ (৩৮) নামের একজন নিহত হয়েছেন। সে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধন মাষ্টারের বাড়ির স্বপন দাশের পুত্র। শনিবার রাত ১১ টায় এ অগ্নিকান্ড ও অগ্নিদ্বগ্ধের ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার কেলিশহর ইউনিয়নের স্বপন দাশের বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। এতে ৫টি বসতঘরের নগদ অর্থ, আসবাবপত্রসহ পুড়ে যায়। এসময় আগুনে দ্বগ্ধ হয়ে নয়ন দাশ মারা যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করেন। অগ্নিকাÐে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- স্বপন দাশ, তপন দাশ, অরুন দাশ, বরুণ দাশ, নিকুঞ্জ দোলন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় বাসিন্দা বিজন চক্রবর্ত্তী জানান, শনিবার রাতে রান্না ঘরের চুলার থেকে আগুনে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়। এতে অনন্ত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়ভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। পটিয়া ফায়ার সার্ভিসের লিডার শেখ আবু জাহিদ বলেন, কেলিশহর এলাকার আগুনে বেশকিছু মালাল ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনে একজন নিহত হয়েছে।